চট্টগ্রামে আরও ১৪০ জন শনাক্ত

চট্টগ্রামে একদিনে আরও ১৪০ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2020, 07:50 PM
Updated : 5 June 2020, 07:51 PM

এদের মধ্যে ৭২ জন চট্টগ্রাম মহানগরীর এবং বাকি ৬৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে মোট ৫৯৬টি নমুনা পরীক্ষা করা হয় বলে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান।

তিনি জানান, এসব নমুনা পরীক্ষায় মোট ১৪০ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে।

এদের নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৮১১ জনে।

এদিন বিআইটিআইডিতে ২৭৯ নমুনা পরীক্ষা করে পজিটিভ মিলেছে ৪০ জনের। তাদের মধ্যে মহানগর এলাকার ১৮ এবং বিভিন্ন উপজেলার ২২ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫৫টি নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে ৫০ জনের। তাদের মধ্যে মহানগর এলাকার ৪৮ জন এবং বাকি দুইজন বিভিন্ন উপজেলার।

এদিন সিভাসু ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১৬২টি। করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে ৫০ জনের। এর মধ্যে নগরীর রয়েছে ছয়জন এবং বিভিন্ন উপজেলার আছে ৪৪ জন।

শুক্রবার চট্টগ্রামে করোনাভাইরাসমুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫ জন এবং এতে চারজন মারা গেছেন বলে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে।