৫০ টাকার ওষুধ ৫০০ টাকা!

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে বেশি দামে ওষুধ বিক্রির অপরাধে তিন ফার্মেসি মালিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2020, 02:05 PM
Updated : 5 June 2020, 02:05 PM
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এবং বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়।

গ্রেপ্তাররা হলেন, আর সি ড্রাগ হাউজের মালিক মোহাম্মদ শাহজাহান, গাউছিয়া ফার্মেসির আক্তার হোসেন ও মাসুদা মেডিসিন শপের মো. রবিউল আলম।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, তাদের কাছে সংবাদ ছিল ইপিজেড ও বন্দর এলাকার বিভিন্ন ফার্মেসিতে নির্ধারিত দামের অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করা হচ্ছিল। এর প্রেক্ষিতে অভিযান চালানো হয়। 

আর সি ড্রাগ হাউজে আইভেরা (৬ মিলিগ্রাম) নামের ওষুধ ৬টি প্যাকেট বিক্রি করছিল দুই হাজার ৪০০ টাকায় অথচ যার বাজার মূল্য ৭৫০ টাকা।

মেসার্স গাউছিয়া ফার্মেসি স্ক্যাবো (৬ মিলিগ্রাম) নামের ১০টি ওষুধের প্রতি পাতা বিক্রি করছিল ৫০০ টাকা, যার বাজার মূল্য ৫০ টাকা। মাসুদা মেডিসিন শপে রিকোনিল (২০০ মিলিগ্রাম) নামের ওষুধ প্রতি প্যাকেট (৩ পাতা) বিক্রি হচ্ছিল ৬০০ টাকা, যার বাজার মূল্য ৩৬০ টাকা।

র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ফার্মেসিগুলো বিভিন্ন ওষুধ কয়েকগুণ বেশি দামে বিক্রি এবং অবৈধভাবে মজুদ করছিল।