চট্টগ্রামের কনস্টেবল মামুন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া চট্টগ্রাম নগর পুলিশের কনস্টেবল মামুন উদ্দিন আক্রান্তই ছিলেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2020, 12:37 PM
Updated : 4 June 2020, 12:37 PM

নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃত্যুর পর কনস্টেবল মামুনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। বৃহস্পতিবার তার প্রতিবেদন পাওয়া গেছে।

গত ১ জুন সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখায় কর্মরত কনস্টেবল মামুন (২৮)।

জ্বর সর্দি হওয়ায় কনস্টেবল মামুনকে গত ২৬ মে থেকে সিএমপি স্কুলে আইসোলেশনে রাখা হয়েছিল। সেখান থেকে ২৯ মে বিভাগীয় পুলিশ হাসপাতালের ফ্লু কর্নারে নেওয়া হয়। সেখান থেকে ১ জুন সকালে তাকে চমেক হাসপাতালে পাঠানো হলে তার মৃত্যু হয়।

এ নিয়ে সিএমপির তিন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।

বুধবার পর্যন্ত চট্টগ্রাম নগর পুলিশে কোভিড-১৯ আক্রান্ত সদস্যের সংখ্যা ১৭৬ জন। তার মধ্যে ৫৬ জন সুস্থ হয়েছেন।