চট্টগ্রামে আরও ১৪০ কোভিড-১৯ রোগী শনাক্ত

চট্টগ্রাম জেলায় একদিনে ১৪০ জনের নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2020, 07:22 PM
Updated : 3 June 2020, 07:22 PM

বুধবার বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে মোট ৫৩০টি নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জানান, এর মধ্যে ১৪০ জনের করোনাভাইরাস পজিটিভ মিলেছে। এর মধ্যে মহানগরী এলাকার ৮৬ জন এবং বিভিন্ন উপজেলার ৫৪ জন।

বিআইটিআইডি ল্যাবে পরীক্ষা হয়েছে ১৫৮ নমুনা। পজিটিভ পাওয়া গেছে ২৯ জনের। এর মধ্যে মহানগরী এলাকার পাঁচজন এবং বিভিন্ন উপজেলার ২৪ জন।

চমেক ল্যাবে ২২৬ নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া গেছে ৭৫ জনের। এর মধ্যে মহানগরীর ৭৪ এবং এর বাইরের একজন।

এদিন সিভাসু ল্যাবে নমুনা পরীক্ষা হয় ১৪৬টি। শনাক্ত ৩৬ জনের মধ্যে সাতজন মহানগরী এলাকার এবং ২৯ জন বিভিন্ন উপজেলার।

বুধবার পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৫৩৯জন।