স্বাস্থ্যবিধি উপেক্ষা: কারখানার কর্মীবাহী বাসকে জরিমানা

চট্টগ্রামে স্বাস্থ্যবিধি না মেনে কর্মীদের একটি বাসে পরিবহন করায় সিয়াম সুপিরিয়র লিমিটেড নামের একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2020, 07:17 PM
Updated : 3 June 2020, 07:17 PM

বুধবার বিকেলে নগরীর চৌমুহনী মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

সিয়াম সুপিরিয়র লিমিটেড নামের কারখানাটি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) অবস্থিত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চৌমুহনী মোড়ে গণপরিবহনে স্বাস্থ্যবিধির বিষয়টা তদারক করার সময় সিয়াম সুপিরিয়র লিমিটেড নামক প্রতিষ্ঠানের কর্মীদের বহনকারী বাসটি আসে।

“ওই বাসে ৩৪টি আসন। সে হিসেবে এতে যাত্রী থাকার কথা ১৭ জন। কিন্তু ওই বাসে ৫০ জন কর্মী ছিল। তারা জানিয়েছে, শুরুতে একদিন শুধু ১৭ জন যাত্রী বহন করা হয়। এরপর থেকে এভাবেই তারা আসা যাওয়া করছেন।”

পরে বাসটি সিইপিজেড এলাকায় ওই কারখানায় ফিরিয়ে নেওয়া হয়।

সেখানে ১৮৬০ সালের দণ্ডবিধির ২৬৯ ধারা অনুসারে ওই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।