চট্টগ্রামে কভার্ড ভ্যানের চাপায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়কে কভার্ড ভ্যানের চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্য্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2020, 03:55 PM
Updated : 3 June 2020, 03:55 PM

বুধবার সকাল ১০টার দিকে মোহাম্মদ জাফর (৬৫) নামে ওই ব্যক্তি সড়কে দুর্ঘটনায় পড়েন। সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

জাফর ফার্নিচারের রঙের কাজ করতেন। বায়েজিদ থানার আতুরার ডিপো জাঙ্গালপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।

খুলশী থানার এসআই নুরুল আফসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাকির হোসেন রোডে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অফিসের সামনের রাস্তায় হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান জাফরকে চাপা দেয়। এতে দুই পায়ে গুরুতর জখম হন তিনি।

পুলিশ আহত জাফরকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর তার চিকিৎসার প্রয়োজনে রক্তও দিয়েছিল।

এসআই নুরুল আফসার রক্ত দিয়েও বাঁচাতে পারেননি দুর্ঘটনায় আহত বৃদ্ধ মোহাম্মদ জাফরকে।

এসআই নুরুল আফসার বলেন, তিনি নিজে, তার ছোট ভাইসহ মোট পাঁচজন রক্ত দেন। তারপরও তাকে বাঁচানো যায়নি ওই বৃদ্ধকে।

অতিরিক্ত রক্তক্ষরণে জাফরের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে, কাজের খোঁজে বুধবার বাড়ি থেকে বেরিয়েছিলেন জাফর।

এসআই নুরুল আফসার বলেন, “তিনি ফার্নিচারে বার্নিশের কাজ করতেন। লকডাউনের কারণে অনেকদিন আয় উপার্জন ছিল না। বাসা ভাড়ার জন্য জমিদার (বাড়িওয়ালা) চাপ দিচ্ছিল। তাই কাজের খোঁজে খুলশী যাচ্ছিলেন।”

এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালকের সহকারী মো. আলমকে পুলিশ আটক করলেও এর চালক পালিয়ে গেছে।