চট্টগ্রামকে ‘রেড জোন’ করে সেনা মোতায়েন দাবি নোমানের

করোনাভাইরাস সংক্রমণে ‘মানবিক বিপর্যয়’ এড়াতে চট্টগ্রাম মহানগরীকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে অন্তত দুই সপ্তাহের জন্য সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2020, 02:32 PM
Updated : 3 June 2020, 02:32 PM

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত আইসিইউ ফ্যাসিলিটিসহ কোনো উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই।

“গত কয়েকদিনের ব্যবধানে চট্রগ্রামে উপযুক্ত চিকিৎসা না পেয়ে অনেকেই মৃত্যুবরণ করেছেন। এমতাবস্থায় মানবিক বিপর্যয় এড়াতে চট্টগ্রাম মহানগরীকে রেড জোন হিসেবে চিহ্নিত করে অন্তত দুই সপ্তাহের জন্য সেনা মোতায়েন করতে সরকারের নিকট দাবি জানাই।” 

বন্দর নগরীতে করোনাভাইরাস সংক্রমণ ‘মহামারী আকার ধারণ করায়’ গভীর উদ্বেগ প্রকাশ করেন সাবেক মন্ত্রী নোমান।

চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল মালিকদের এই দুর্যোগময় মুহূর্তে সেবার মনোভাব নিয়ে কোভিড-১৯ আক্রান্ত মানুষের প্রতি মানবিক হওয়ারও আহ্বান জানান তিনি।

বিএনপি নেতা নোমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা চিকিৎসাধীন আছেন তাদের প্রতিও সহমর্মিতা জানিয়ে তাদের আশু সুস্থতা কামনা করেন তিনি।