চট্টগ্রামে প্লাজমা থেরাপি নেওয়া একজনের মৃত্যু

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাস আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন, যাকে আগের দিন প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2020, 01:31 PM
Updated : 30 May 2020, 01:31 PM

শনিবার বেলা ১১টার দিকে জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৬৩ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান।

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানান, নগরীর কাট্টরী এলাকার বাসিন্দা ওই ব্যক্তির আগে থেকেই ডায়াবেটিস ছিল। তিনি গত রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।ওই ব্যক্তির শরীরে শুক্রবার প্লাজমা দেওয়া হয়েছিল।

কোভিড-১৯ রোগের চিকিৎসায় সুস্থ হওয়া ব্যক্তিদের দেহ থেকে রক্তরস বা প্লাজমা নিয়ে আক্রান্ত ব্যক্তির দেহে পরীক্ষামূলক প্রয়োগ বাংলাদেশেও সম্প্রতি শুরু হয়েছে। এর মধ্য দিয়ে আক্রান্ত ব্যক্তির দেহে এন্টিবডি তৈরি হয়ে তা সেরে ওঠায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।