৫ তলার কার্নিশ থেকে বিড়াল উদ্ধারে ফায়ার সার্ভিস

চট্টগ্রামের জুবিলি রোডে একটি ভবনের পাঁচতলার কার্নিশে তিন দিন ধরে আটকে পড়া একটি বিড়ালকে উদ্ধার করল ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2020, 02:58 PM
Updated : 27 May 2020, 02:58 PM

বুধবার সন্ধ্যায় নগরীর জুবিলি রোডের ইসলামী ব্যাংকের বিপরীতের ছয়তলা একটি ভবন থেকে বিড়ালটিকে উদ্ধার করা হয়।

নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা ৬টার দিকে খবর আসে, জুবিলি রোডের একটি ভবনের পাঁচতলার কার্নিশে একটি বিড়াল আটকে আছে। 

“খবর পেয়ে নন্দনকাননে ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধারের চেষ্টা চালায়। পরবর্তীতে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে স্নোরকেল গাড়ি এনেও সেটি উদ্ধার করা যায়নি। শেষ পর্যন্ত অত্যাধুনিক স্কাই লিফট এনে বিড়ালটি উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা মান্নান বলেন, ওই ভবনের গার্মেন্টস বন্ধ থাকায় সেটি সেখানে আটকে ছিল এবং কোনভাবে সেটি উদ্ধার করা যাচ্ছিল না।