চট্টগ্রামে দেড় শতাধিক মোটরসাইকেল আটক

নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের জন্য চট্টগ্রাম নগরীতে দেড় শতাধিক মোটরসাইকেল আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2020, 07:16 PM
Updated : 26 May 2020, 07:16 PM

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে মোটরসাইকেলগুলো আটক করা হয় বলে সিএমপির জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে।

সিএমপির জনসংযোগ শাখা বলছে, করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধের জন্য সন্ধ্যার পর থেকে যানবাহন চলাচলে বিধি-নিষেধ আরোপ করা আছে। কিন্তু নিষেধ না মেনে অনেকে রাস্তায় মোটরসাইকেল নিয়ে বেপোরোয়া গতিতে এবং অতিরিক্ত লোকজন নিয়ে ভাড়ায় চলাচল করেছে।
রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ১৬ থানায় একযোগে চেক পোস্ট পরিচালনা করে মোট ১৫৭টি মোটর সাইকেল আটক করা হয়।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের নির্দেশনা থাকলেও চালক-যাত্রীরা তা না মেনেই চলাচল করছে।

পাশাপাশি অনেকেই আইন অমান্য করে অতিরিক্ত যাত্রী নিয়ে হেলমেট ছাড়া চলাচল করছিল।

 আটক করা মোটরসাইকেলগুলো বিভিন্ন থানায় রাখা হয়েছে এবং পরে কাগজপত্র যাচাই-বাছাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন।