ঈদের দিন চট্টগ্রামে সর্বাধিক শনাক্ত

ঈদের দিন চট্টগ্রামে ১৭৯ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা একদিনে সর্বোচ্চ সংখ্যক বলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2020, 06:32 PM
Updated : 25 May 2020, 06:32 PM

অন্যান্য দিন চারটি ল্যাবে চট্টগ্রামের বাসিন্দাদের করোনাভাইরাস পরীক্ষা হলেও সোমবার দুটি ল্যাবে মোট ৩৮০টি নমুনা পরীক্ষা করা হয় বলে জানান তিনি।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৫টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলার কারও করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েনি।

অপরদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩২৫টি নমুনা পরীক্ষা হয়। এতে ১৭৯ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরা সবাই চট্টগ্রামের বাসিন্দা, ১৬৭ জন মহানগর এবং ১২ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামের সিভাসু ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে এদিন কোনো নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রামে সোমবার পর্যন্ত করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল এক হাজার ৮৮৭ জনে।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭৯ জন এবং মারা গেছেন ৬০ জন।