উপাজর্নহীন মানুষের জন্য এবার রেলওয়ে ওসির ঈদ উপহার

শিক্ষার্থী, দোকান মালিক, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবীদের ঈদ উপহার দিয়েছেন রেলওয়ে থানার ওসি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2020, 03:51 PM
Updated : 24 May 2020, 03:51 PM

রোববার নগরীর চেরাগী পাহাড় এলাকায় চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এর কার্যালয় প্রাঙ্গনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।

এর আগের দুইদিনে নগরীর চশমা হিলসহ কয়েকটি স্থানে বিভিন্ন পেশাজীবীদের বাসায় বাসায় ঈদ উপহার পৌঁছে দেন রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া।

রোববার দুইজন শিক্ষার্থী, দুইজন ছোট দোকানি, কয়েকজন প্রবীণ, মুচিসহ ২০ জনকে খাদ্যসামগ্রী দেয়া হয়।

এর আগে চশমা হিলে ১৬টি পরিবারকে, কয়েকজন ধর্মীয় শিক্ষককে একই উপহার দেয়া হয় জানিয়ে ওসি মোস্তাফিজ বলেন, “ঈদ এসে গেছে। এই মানুষগুলোর আয়ের কোনো উপায় নেই। তাই ঈদে তারা যেন সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারে সেজন্য এই ক্ষুদ্র চেষ্টা।”

ঈদ উপহারের মধ্যে ১০ কেজি চাল, আলু, পেঁয়াজ, নুডলস, সেমাই, চিনি, লবণ, তেল, মুড়ি, চিড়া, সাবানসহ বিভিন্ন উপকরণ ছিল।

উপহার পেয়ে দারুণ খুশি এক টেইলার্স মালিক বলেন, “গত সপ্তাহ দুয়েক ধরে দোকান খুলেও তেমন কোনো কাজ পাইনি। কিভাবে ঈদ করব? দিনের খাবার যোগাড় করাই কঠিন। এই উপহার পাওয়ায় ঈদের পরও কয়েকদিন অন্তত ঘরে খাবারের চিন্তাটা থাকবে না।”

এর আগে নগরীতে সংবাদপত্রের হকার, প্রাইভেট টিউটর, পথশিশুসহ বিভিন্ন পেশাজীবীদের মাঝে গত মাস খানেক ধরে খাদ্যসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করেছেন রেলওয়ে থানার ওসি।

নিজের পরিবার, বন্ধু ও স্বজনদের সহযোগিতায় মাস খানেক ধরে এই কার্যক্রম চালাচ্ছেন তিনি।