ভাড়ায় যাত্রী নেয়ায় ব্যক্তিগত গাড়ি-অ্যাম্বুলেন্সের জরিমানা

ভাড়ায় যাত্রী পরিবহন করায় কয়েকটি প্রাইভেট কার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স আটক ও বিভিন্ন অংকের জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2020, 02:42 PM
Updated : 24 May 2020, 02:42 PM

রোববার নগরীর সিটি গেইট ও শাহ আমানত সেতু এলাকায় এসব অভিযান চালানো হয়।

শাহ আমানত সেতুতে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার।

তিনি জানান, একটি ভাড়ার ব্যক্তিগত গাড়িতে কক্সবাজার জেলায় বাড়ি যাওয়ার সময় এক পরিবারের সদস্যদের পাওয়া যায়। তাদের ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

“এছাড়া আরো তিনটি যানবাহনকে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। যাত্রী পরিবহনের দায়ে একটি অ্যাম্বুলেন্স জব্দও করা হয়েছে।”

নগরীর সিটি গেট এলাকায় অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলা অভিমুখে লোকজনের যাত্রা ঠেকাতে অভিযান চালানো হয়।

“পাঁচটি ভাড়ার মাইক্রোবাস জব্দ করা হয়। গাড়িগুলো ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। তারা নিয়মিত মামলা করবেন। পাশাপাশি যাত্রীদের শহর এলাকার নিজ নিজ বাসায় ফেরত পাঠানো হয়েছে।”

নগরী ছেড়ে বিভিন্ন গন্তব্যে নগরবাসীর যাওয়া ঠেকাতে ঈদের দিন এবং এরপরও অভিযান চলবে বলে জানান তিনি।