চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ১৬১ জন শনাক্ত

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ১৬১ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2020, 07:44 PM
Updated : 22 May 2020, 07:44 PM

শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৫৪৫টি নমুনা পরীক্ষা করে তাদের সংক্রমণ ধরা পড়ে বলে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান।

এদিন বিআইটিআইডির ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২৪৭টি। এর মধ্যে ৩৭ জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। চট্টগ্রাম জেলার ৩৭ জনের মধ্যে ২৭ জন মহানগরী এলাকার এবং বাকি ১০ জন বিভিন্ন উপজেলার।

সেখ ফজলে রাব্বী জানান, চট্টগ্রাম মেডিকেল ল্যাবে ২০৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে ১০০ জনের। এর  মধ্যে মহানগরী এলাকার ৯২ জন এবং বিভিন্ন উপজেলার আটজন আছেন।

অপরদিকে সিভাসু ল্যাবে এদিন নমুনা পরীক্ষা করা হয় মোট ৮৯ জনের। করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে চট্টগ্রামের ২৫ জনের মধ্যে। এর মধ্যে পুরনো রোগীর নতুন করে আবারও পজিটিভ এসেছে। সে হিসেবে সিভাসু ল্যাবে শনাক্ত রোগী হবে ২৪ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় চট্টগ্রামের কারও নমুনায় করোনাভাইরাস সংক্রমণ পাওয়া যায়নি।

শুক্রবার চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলার ৫৪৫টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে ১৬১ জনের মধ্যে, এর মধ্যে মহানগরী এলাকায় ১২৯ এবং বিভিন্ন উপজেলার ৩২ জন। 

সিভিল সার্জন কার্যালয়ের হিসেবে, এখন পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল এক হাজার ৪৭৯ জনে।