শতাধিক ইমাম, মুয়াজ্জিন ও পুরহিতকে পুলিশের ‘ঈদ উপহার’

চট্টগ্রামের শতাধিক ইমাম, মুয়াজ্জিন ও পুরহিতদের ‘উপহার’ দিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2020, 01:18 PM
Updated : 22 May 2020, 01:18 PM

শুক্রবার পতেঙ্গা থানার ৬১টি মসজিদের ১২২ জন ইমাম ও মুয়াজ্জিন এবং কোতোয়ালি থানার ৫২টি মন্দিরের ৫২ জন পুরহিতের কাছে এই ‘উপহার’ তুলে দেওয়া হয়।

পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার চাঁদ দেখা গেলে রোববার বাঙালি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। তার আগে পতেঙ্গা এলাকার সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের কাছে ঈদ উপহার পাঠানো হয়েছে।

তিনি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির অংশ হিসেবে ব্যক্তিগত উদ্যোগে এ ঈদ উপহার পাঠিয়েছি। এর আগে তাদের জন্য চাল, ডাল, তেল পাঠিয়ে ছিলাম। এবার তাদের জন্য সেমাই, চিনি, নারকেল, কিসমিস পাঠিয়েছি।”

এদিকে কোতোয়ালি থানার ৫২ মন্দিরের ৫২ জন পুরহিতের কাছে ‘ভালোবাসার উপহার’ দেয়ার কথা জানান ওসি মোহাম্মদ মহসিন।

তিনি জানান, কোতোয়ালী থানার পক্ষ থেকে দুপুরে ৫২ জন পুরহিতকে চাল, ডালসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী দেওয়া হয়।