চট্টগ্রাম বিলবোর্ড উচ্ছেদের সঙ্গে ভবন মালিককে জরিমানা
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2020 09:50 PM BdST Updated: 19 May 2020 09:50 PM BdST
চট্টগ্রাম নগরী থেকে চারটি অবৈধ বিলবোর্ড অপসারণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত।
Related Stories
মঙ্গলবার সিসিসির স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে ভবনের দেয়ালে বিলবোর্ড স্থাপন করায় নগরীর জাকির হোসেন রোড খুলশী ১ নম্বর সড়কের প্রবেশ মুখে আবুল হোসেন নামের এক ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্য তিনটি বিলবোর্ড নগরীর কোন এলাকা থেকে অপসারণ করা হয়েছে, তা জানাতে পারেননি সিসিসির ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।
তবে অবৈধ বিলবোর্ড উচ্ছেদের এ অভিযান চলবে বলে জানান তিনি।
মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম নগরীকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন আ জ ম নাছির উদ্দীন।
২০১৬ সালের ১৪ জানুয়ারি রাত থেকে বিলবোর্ড অপসারণে নগরীতে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু করে চট্টগ্রাম সিটি করপোরেশন। পাশাপাশি এই অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটও অংশ নিয়েছিলেন।
সিসিসির হিসাব মতে, তখন নগরীতে বিলবোর্ড, ইউনিপোল ও মিনিপোল ছিল ছয় হাজারের মতো।
টানা অভিযানে নগরী তখন বিলবোর্ডমুক্ত হয়। ফলে নগরীর বিভিন্ন পাহাড় এবং দৃষ্টিনন্দন স্থান দীর্ঘদিন পর নগরবাসীর দৃষ্টিসীমায় আসতে শুরু করে।
নগরীতে নতুন করে আর কোনো বিলবোর্ড স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলেও তখন ঘোষণা দিয়েছিলেন মেয়র নাছির।
গত বছরের মাঝামাঝি থেকে নগরীর চকবাজার, খুলশী, দেওয়ানহাট ব্রিজ, জিইসি সংলগ্ন এলাকায় আবার দুয়েকটি করে বিলবোর্ড দেখা যেতে থাকে।
সম্প্রতি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে আবার আলোচনা শুরু হলে মঙ্গলবার বিলবোর্ড উচ্ছেদে অভিযান চালালো সিসিসি।
-
চট্টগ্রামে নৌকার জয়ে মেয়র হচ্ছেন রেজাউল
-
ইভিএমে ভোটেও ১০ ঘণ্টা পর ফল
-
আওয়ামী লীগের বিদ্রোহী এক কাউন্সিলর প্রার্থী জয়ী
-
সিসিসি ভোট: সংঘর্ষে প্রাণহানি; এজেন্ট নেই, ভোটারও কম
-
নাস্তা করতে গিয়ে আর ফেরা হলো না আলাউদ্দিনের
-
নির্বাচনের মাঠে ছিল না বিএনপি: হাছান মাহমুদ
-
ভোটই তো হয়নি, প্রতিক্রিয়া আমীর খসরুর
-
উত্তর পাহাড়তলী উত্তপ্ত করল কাউন্সিলর প্রার্থীদের বিবাদ
সর্বাধিক পঠিত
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- প্রথম ফোনালাপেই পুতিনকে ‘সতর্ক’ করলেন বাইডেন
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে চমক তানভির, টেস্টে স্টেকেটি
- কোভিড-১৯: দেশে ২৪ ঘণ্টায় সুস্থের চেয়ে আক্রান্ত বেশি
- গোল উৎসব করে শীর্ষে ম্যানচেস্টার সিটি
- চারে মিরাজ, দশে ফিরলেন মুস্তাফিজ
- রেকর্ড গড়া স্টার্লিংকে ছাপিয়ে নায়ক রশিদ
- ‘মেসি না খেললেই বার্সা জেতে’