চট্টগ্রামে ‘করোনা আইসোলেশন’ ওয়ার্ডে ৩ জনের মৃত্যু

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ‘করোনা আইসোলেশন’ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়  তিনজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুজন করোনাভাইরাস শনাক্ত ছিলেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2020, 02:20 PM
Updated : 19 May 2020, 02:20 PM

মঙ্গলবার সকাল ৭টা থেকে বেলা ১১টার মধ্যে ওই তিন রোগী মারা যান বলে  হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ জানান।

সকাল ৭টার দিকে মারা যান করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া নগরীর বন্দর এলাকার ৫৭ বছর বয়সী এক রোগী। তার করোনাভাইরাসের উপসর্গ ছাড়াও হৃদরোগ ও ডায়াবেটিস ছিল বলে জানান চিকিৎসকরা।

এরপর সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ব্যাটারি গলি এলাকার ৫৮ বছর বয়সী এক ব্যক্তি মারা যান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথ জানান, শ্বাসকষ্ট নিয়ে সোমবার ওই রোগী ভর্তি হন। শুরুতেই তাকে হাসপাতালের আইসিউতে ভর্তি করানো হয়। সেখানেই মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

এছাড়া নগরীর উত্তর নালাপাড়া এলাকার করোনাভাইরাস আক্রান্ত ৮৭ বছর বয়সী বৃদ্ধ সকাল ১০টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান তিনি।