কোভিড ১৯: এস আলম পরিবারে ৬ জন আক্রান্ত, বাড়ি অবরুদ্ধ

দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যানসহ তাদের পরিবারের ছয় সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2020, 11:09 AM
Updated : 18 May 2020, 11:09 AM

রোববার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নমুনা পরীক্ষায় তাদের করোনাভাইরাস পজিটিভ আসার পর নগরীর সুগন্ধা আবাসিক এলাকায় তাদের পারিবারিক ভবন পুলিশ ‘লকডাউন’ করে দিয়েছে বলে জানান পাঁচলাইশ থানার এসআই আবু তালেব। 

আক্রান্তদের মধ্যে পাঁচজন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ভাই ও অপরজন এক নারী।

এরা হলেন- এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ লাবু; এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম; এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম, শহীদুল আলম ও ওসমান গণি।

এই পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবারের সকল সদস্য ঘরেই আইসোলেশনে আছেন।”

তবে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং সুস্থ আছেন বলে জানান তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিন।