চট্টগ্রামে চিকিৎসকসহ দুজন সুস্থ হয়ে ঘরে ফিরলেন

চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগীসহ দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, যাদের একজন চিকিৎসক।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2020, 02:53 PM
Updated : 24 April 2020, 02:53 PM

শুক্রবার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়।

এদের মধ্যে দামপাড়ার এক নম্বর গলির ৬৭ বছর বয়সী ব্যক্তি ছাড়াও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকও রয়েছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দু্ইজনেরই কয়েক দফায় নভেল করোনাভাইরাসের পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে। সে কারণে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

দামপাড়ার ওই রোগী গত ৩ এপ্রিল এবং বাঁশখালীর ওই চিকিৎসক ১৫ এপ্রিল করোনাভাইরাস আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান, এ নিয়ে চট্টগ্রামের জেনারেল হাসপাতাল এবং ফৌজদারহাটের বিআইটিআইডিতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়া ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।