চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভেন্টিলেটরসহ প্রস্তুত আইসিইউ

নতুন করোনাভাইরাসে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আইসিইউ শয্যা বৃহস্পতিবার চালু হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2020, 10:03 AM
Updated : 22 April 2020, 01:48 PM

ভেন্টিলেটরসহ আইসিইউ শয্যা চালুর জন্য প্রস্তুত বলে বুধবার জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথ।

ফাইল ছবি

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনা রোগীদের জন্য আইসিইউ শয্যা স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। বৃহস্পতিবার থেকে রোগী আসলে তাদের এ সেবা দেয়া যাবে।”

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ এ আক্রান্তদের বিশেষায়িত চিকিৎসার জন্য চট্টগ্রামের জেনারেল হাসপাতালকে নির্ধারণ করা হলেও এতে কোনো আইসিইউ সুবিধা ছিল না।

পরে স্বাস্থ্য মন্ত্রণালয় এ হাসপাতালের জন্য ভেন্টিলেটর মনিটরসহ ১০টি আইসিইউ শয্যা বরাদ্দ দেয়। গত ৭ এপ্রিল এসব যন্ত্রপাতি ঢাকা থেকে এসে পৌছাঁয়।

বর্তমানে জেনারেল হাসপাতালে ৩০ জন রোগী ভর্তি আছেন। যাদের মধ্যে ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবারই এ হাসপাতাল থেকে সুস্থ হওয়া পাঁচজন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন।