চট্টগ্রামে বেতনের দাবিতে শ্রমিকরা, ত্রাণ চাইতে চালকরা রাস্তায়

মার্চ মাসের বেতনের দাবিতে তৈরি পোশাক শ্রমিকরা ও ত্রাণের জন্য অটোরিকশাচালকরা চট্টগ্রামে সড়কে নেমে বিক্ষোভ করেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2020, 08:59 AM
Updated : 18 April 2020, 04:05 PM

শনিবার সকালে নগরীর হালিশহর বড়পুল এলাকায় ও আগ্রাবাদ বাদামতলী মোড়ে তারা বিক্ষোভ করেন।

হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বলেন, সকাল ১১টার দিকে বড়পুল মোড়ে সিএনজি অটোরিকশা চালকরা সড়কে জড়ো হয়ে ত্রাণের দাবিতে বিক্ষোভ শুরু করে। তাদের বুঝিয়ে আধা ঘণ্টা পর সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

নগরীর বড়পুল মোড়ে সিএনজি অটো রিকশা চালকদের বিক্ষোভ।

নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

অটো রিকশা চালকরা বলছেন, ২০ দিনেরও বেশি সময় ধরে তারা গাড়ি নিয়ে সড়কে নামতে না পারায় কোনো রোজগার নেই। তাদের যা জমা টাকা ছিলও তাও শেষ হয়ে গেছে। এর মধ্যে তারা কোনো ত্রাণসামগ্রী পাননি।

এদিকে ডবলমুরিং থানার বাদামতলী মোড়ে বেতনের দাবিতে বিক্ষোভ করেছে ফ্রাঙ্ক গার্মেন্টস নামে একটি কারখানার কয়েকশ শ্রমিক।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন জানান, মার্চ মাসের বেতন এখনও তারা পাননি বলে শ্রমিকরা দাবি করছেন। যার কারণে তারা সমস্যায় পড়েছেন।

২৬ এপ্রিল তাদের গার্মেন্টস খোলার কথা রয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।