ওএমএসের চাল পাইকারিতে বিক্রি, চট্টগ্রামে ডিলারসহ গ্রেপ্তার ৩

খোলা বাজারে বিক্রির জন্য ১০ টাকা কেজি দরের চাল পাইকারি হারে বিক্রি করায় ট্টগ্রামের এক পরিবেশকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2020, 12:14 PM
Updated : 17 April 2020, 12:14 PM

এরা হলেন- পরিবেশক সরোয়ার জামাল বাবু, তার গুদামকর্মী খোকন ও ক্রেতা কবির।

শুক্রবার সকালে ফটিকছড়ি উপজেলার ধর্মপুর আজাদী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফীন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, খোলা বাজারে সরকারি চাল বিক্রি বন্ধ থাকলেও বাবুল তার গুদাম থেকে কর্মচারির মাধ্যমে কবিরের কাছে চার বস্তা চাল বিক্রি করে। কবির চাল নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে।

“বিষয়টি শুনে আমি দ্রুত ওসিকে নিয়ে ঘটনাস্থলে যাই এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ডিলারেকে খুঁজে বের করার জন্য বলি।”

গ্রেপ্তার তিন জনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে জানান ইউএনও।