চট্টগ্রামে আরও দুইজনের করোনাভাইরাস শনাক্ত, আক্রান্ত বেড়ে ৭

চট্টগ্রামে আরও দুইজনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট সাতজন আক্রান্ত হলেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2020, 04:00 PM
Updated : 10 April 2020, 05:26 PM

ফৌজদারহাটের বিআইটিআইডিতে শুক্রবার করা নমুনা পরীক্ষায় দুইজন পুরুষের করোনাভাইরাস পজেটিভ আসে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির। 

“দুজনের একজন ৫০ ও অন্যজন ৩৫ বছর বয়সী। এদের মধ্যে একজন নগরীর ফিরিঙ্গিবাজার ও অন্যজন ইস্পাহানি গোল চত্বর এলাকার বাসিন্দা।”

তবে শুক্রবার চট্টগ্রামে মোট কতজনের নমুনা পরীক্ষা করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। 

নতুন আক্রান্ত দুজনই নিজ নিজ বাসায় অবস্থান করছেন। 

চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, “আগে তাদেরকে জেনারেল হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হবে। 

“তারপর সব বিষয় বিবেচনা করে ওই দুই এলাকার কোন কোন ভবন লকডাউন হবে সেটা ঠিক করা হবে।”

ফৌজদারহাটের বিআইটিআইডিতে শুক্রবার ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়, এ নিয়ে চট্টগ্রামে মোট ৪০৪টি নমুনা পরীক্ষা করা হল।