কোয়ারেন্টিনে নজর রাখতে চট্টগ্রাম পুলিশের অ্যাপ চালু

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের নজরদারিতে রাখতে মোবাইল অ্যাপ চালু করেছে নগর পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2020, 12:47 PM
Updated : 9 April 2020, 12:47 PM

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘Stay Home, Stay Safe’ অ্যাপটি কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা এবং বিদেশ থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য তাদের মোবাইল ফোনে ইনস্টল করে দেওয়া হবে।

“এতে করে তারা বাসা থেকে বের হচ্ছেন কিনা, কোথায় যাচ্ছেন এবং কতদিন তাদের হোম কোয়ারেন্টিনের সময় বাকী আছে তা সহজে জানা যাবে।”

এডিসি বক্কর বলেন, “অ্যাপটি ‘জিও ফেন্সিং টেকনোলজির’ মাধ্যমে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের অবস্থান নিশ্চিত করবে। আমাদের নিয়ন্ত্রণ কক্ষে প্রতিনিয়ত এর তথ্য আসতে থাকায় কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের নজরদারি করা আমাদের জন্য সহজ হবে।”

কোয়ারেন্টিনে থাকা ব্যক্তি অ্যাপটি আনইনস্টল করে দিলেও সেটি নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যাবে বলে জানান এডিসি বক্কর।

প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৬টি থানায় এই অ্যাপটির কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি হোম কোয়ারেন্টিনে থাকা নগরীর ৪১ জন ব্যক্তিকে মনিটরিং করা হচ্ছে এই অ্যাপের মাধ্যমে।

ইনোভেস টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠান বিনামূল্যে এই অ্যাপ সেবা দিচ্ছেন।

https://bit.ly/3b38Pmd   লিংকে গিয়ে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।