‘লকডাউনের’ নামে চাঁদাবাজি, দুজনকে ২০ হাজার টাকা জরিমানা

বাঁশ ফেলে রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন থেকে চাঁদা আদায়ের দায়ে চট্টগ্রামের হাটহাজারিতে দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2020, 10:00 AM
Updated : 9 April 2020, 10:08 AM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চৌধুরীহাট রেল জংশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রেল ক্রসিংয়ের বাঁশ ফেলে স্থানীয় কিছু যুবক ‘লকডাউনের’ নামে যানবাহন থেকে টাকা আদায় করছেন বলে অভিযোগ আসে।

“দুপুরে খাদ্যপণ্যবাহী একটি গাড়ির কাছেও তারা টাকা দাবি করে। চালক মালিককে ফোন করার পর মালিক বিষয়টি আমাকে জানায় এবং তাদের মধ্যে মোবাইলে কথোপকোথনটি রেকর্ড করে রাখেন।

“অভিযোগ পেয়ে পুলিশ নিয়ে আমি সেখানে গেলে তারা আমার গাড়িও আটকে দেয়। কারণ জানতে চাইলে তারা এলাকার নিরাপত্তার অজুহাত দেয়। দুজনকে ১০ হাজার টাকা করে ২০ হাজার জরিমানা করা হয়।”

এই সময় টাকা আদায়কারী দুইজনের কাছ থেকে ‘রাস্তায় প্রতিবদ্ধকতা সৃষ্টি’ ও ‘সংক্রামণ প্রাদুর্ভাব রোগ প্রতিরোধ

উপজেলার অন্যান্য এলাকাতেও ব্যারিকেড দেওয়া হলেও সেগুলো সরিয়ে নেয়া হয়েছে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।