করোনাভাইরাস: চট্টগ্রামে নতুন আক্রান্ত তিনজন

চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় আরও তিনজনের শরীরে নভেল করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2020, 05:01 PM
Updated : 8 April 2020, 05:19 PM

বুধবার বিআইটিআইডিতে মোট ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।

“আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। তাদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের বাসা সীতাকুণ্ড, নগরীর হালিশহর ও সাগরিকা এলাকায়। তারা বর্তমানে বাসাতেই আছেন।”

সীতাকুণ্ডে যিনি আকত্রান্ত হয়েছেন, তিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন কয়েকদিন আগে; সেখানে একটি ব্যাংকের কর্মকর্তা তিনি।

তাকে শনাক্ত করার পর ছয়টি বাড়ি ও তিনটি দোকান লকডাউন করা হয়েছ বলে সীতাকুণ্ডের ইউএনও মিল্টন রায় জানিয়েছেন।

এ নিয়ে চট্টগ্রামের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় পাঁচজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হল।

এ পর্যন্ত সেখানে ৩০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে।