বাঁশ দিয়ে ‘লকডাউন’, ভেতরে দোকান খোলা

বাঁশ দিয়ে পথরোধ করে পাড়া লকড ডাউন, কিন্তু ভেতরে দোকান খোলা রেখে চলছে বেচাকেনা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2020, 04:42 PM
Updated : 8 April 2020, 04:42 PM

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় এরকম ঘটনা পেয়েছে জেলা প্রশাসন।

বুধবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পতেঙ্গা থানার কাটগড় এলাকায় এরকম তিনটি গলির সন্ধান মেলে।

এই অভিযানে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা সহায়তা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি, পতেঙ্গা) এহসান মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গলির মুখে বাঁশ দিয়ে তারা নিজস্ব ‘লকড ডাউন’ করেছে। সেই বাঁশের প্রতিবন্ধকতার বাইরে কয়েকজন লোক বসে থাকে। ভিতরে গলির মধ্যে চা দোকান, পান-সিগারেটের দোকান এমনকি কসমেটিক্স পণ্যের দোকানও খোলা।”

তিনি বলেন, “ওই দোকানদারদের জিজ্ঞাসাবাদে জেনেছি তারা চাঁদা তুলে বাঁশের প্রতিবন্ধকতায় পাহারা দেয়ার লোকজনকে দেন। তারা দিনভর পালা করে পাহারা দেয় আর বাইরে পুলিশ এলে সেটা ভিতরে জানিয়ে দেয়।”

তিনি বলেন, “এভাবে পাড়া-মহল্লা বন্ধ করার এখতিয়ার কারও নেই। পাহারা দেওয়ার কথা পুলিশের, তারা এভাবে আইন ভঙ্গ করছে।”

ওই তিনটি গলির প্রতিবন্ধকতা অপসারণ করেছে অভিযান দল। এসময় পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার পাঁচশ টাকা জরিমানাও করা হয়েছে।