চট্টগ্রামে রেজাউলের খাদ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সময়ের গুরুত্ব অনুধাবন করে ধৈর্যের সঙ্গে সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2020, 03:59 PM
Updated : 8 April 2020, 03:59 PM

বুধবার মোহরার দানেশ্বর পাড়ায় খাদ্য সামগ্রি বিতরণের সময় তিনি এ আহ্বান জানান।

নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রেজাউল বলেন, “স্বাস্থ্যবিধি মেনে সংসর্গ এড়িয়ে চলতে না পারলে এ ভাইরাস দ্রুত লোকসমাজে ছড়িয়ে মহাবিপর্যয় ডেকে আনার আশঙ্কা তৈরি করবে।”

নগরবাসীর কষ্ট লাঘবে সাধ্যমত তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মুক্তিযোদ্ধা রেজাউল বলেন, সামর্থবানদের অনেকেই সহায়তার হাত বাড়িয়েছেন। সকলের সম্মিলিত শক্তিতে সংকট মোচন হবে আশা করি।

করোনাভাইরাস সংক্রমণের উদ্ভূত পরিস্থিতিতে নগরীর ৪১টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে কর্মহীন অস্বচ্ছল পরিবারগুলোকে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছেন রেজাউল।

এসময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, সঞ্জয় চৌধুরী, কামাল উদ্দিন, পিন্টু বিশ্বাস, শওকত ওসমান জাহাঙ্গীর, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. ইলিয়াছ উদ্দিন, দিলিপ চৌধুরী, সনত বড়ুয়া প্রমুখ।

এদিকে শবে বরাত উপলক্ষে নগরীর ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের উদ্যোগে তিনশ পরিবারের মাঝে মুরগি, চাল, আটা, ময়দা, সুজি, তেল, ঘি, মসলা ও ফিরনি বিতরণের সময় রেজাউল উপস্থিত ছিলেন।