গভীর রাতে প্রসব বেদনায় কাতর নারীকে হাসপাতালে পৌঁছে দিল পুলিশ

গভীর রাতে রাস্তায় কোনো যানবাহন না থাকায় প্রসব যন্ত্রণায় কাতর এক নারীকে হাসপাতালে পৌঁছে দিল পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2020, 11:53 AM
Updated : 8 April 2020, 11:53 AM

নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা ব্রিকফিল্ড রোড থেকে তাদের পৌঁছে দেওয়া হয় হাসপাতালে। ভোরে ওই নারী জন্ম দেয় কন্যা সন্তান।

মঙ্গলবার গভীর রাত সাড়ে ৩টার দিকে শিপন সেন নামে এক ব্যক্তির স্ত্রীকে হাসপাতালে পৌঁছে দেয় পুলিশ।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে প্রসব যন্ত্রণায় কাতর ওই নারীকে হাসপাতালে নেওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছিলেন না তার স্বজনরা। পুলিশের সহযোগিতায় তাদের আন্দরকিল্লা জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

“সেখানে ভোরে ওই নারী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।”

শিপনের বড় বোনের স্বামী সবুজ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে আনোয়ারা থেকে স্ত্রীকে ডাক্তার দেখাতে শহরে আসেন শিপন। ডাক্তার দেখানোর পর পাথরঘাটা ব্রিকফিল্ড রোডে তার বাসায় অবস্থান নেন।

“রাত ৩টার দিকে শিপনের স্ত্রী প্রান্তির প্রসব বেদনা শুরু হলে তাকে হাসপাতালে নিতে গাড়ির জন্য রাস্তায় বের হয়েছি। রাস্তায় কোনো গাড়ি না পেলে সেখানে দায়িত্বরত পুলিশের একটি গাড়ি থেকে আমাদের কাছে সমস্যার কথা জানতে চাওয়া হয়।

“আমরা তাদের বিষয়টি বলার পর দায়িত্বরত অফিসার টেলিফোনে কার সাথে যোগাযোগ করেন। এর কয়েক মিনিটের মধ্যে একটি গাড়ি এসে হাজির হয়। ওই গাড়িতে করে আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

সদ্যোজাত মেয়ে ও তার মা দুজনই সুস্থ আছেন বলে জানান সবুজ।