পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পর ভবনের সবাই ‘কোয়ারেন্টিনে’

করোনাভাইরাস পরীক্ষার জন্য চট্টগ্রাম নগরীর পাহাড়তলি থানার শাপলা আবাসিক এলাকার বাসিন্দা এক নারীর নমুনা সংগ্রহের পর ওই বাড়িতে বসবাসকারী ছয় পরিবারকে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকতে বলেছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2020, 02:42 PM
Updated : 10 April 2020, 10:24 AM

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা গিয়ে এই নির্দেশনা দেন।

শাপলা আবাসিক এলাকার ১০৫৪/বি হোল্ডিংয়ের ‘আল্লাহর দান মঞ্জিল’ নামের একতলা ওই বাড়িতে ছয়টি পরিবার বসবাস করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বাড়ির বাসিন্দা এক নারীর (৩৫) কিছু লক্ষণ দেখা যাওয়ায় তার নমুনা পরীক্ষার জন্য  দুপুরে ফৌজদারহাটের বিআইটিআইডিতে পাঠানো হয়েছে।

“যেহেতু পরীক্ষার রিপোর্ট আসার পরই জানা যাবে তার করোনাভাইরাস আছে কি না তাই নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ওই বাড়ির ছয়টি পরিবারকেই হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

“ওই নারীর করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ফল পজিটিভ এলে তখন বাড়িটি লকড ডাউন করা হবে।”

শ্বাসকষ্টসহ ‘কিছু লক্ষণ’ থাকা ওই নারী এখনও সেই বাড়িতেই আছেন।