আক্রান্ত চিকিৎসাধীন ঢাকায়, সাতকানিয়ায় তিন বাড়ি ‘লকড ডাউন’

কোভিড-১৯ এ আক্রান্ত এক রোগীর বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2020, 11:04 AM
Updated : 7 April 2020, 11:04 AM

মঙ্গলবার দুপুরে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম।

কোভিড-১৯ আক্রান্ত ওই ব্যবসায়ী গত ২০ মার্চ চট্টগ্রামের বাড়িতে এসেছিলেন বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ওসি শফিউল কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইউএনও নূরে আলম বলেন, কোভিড-১৯ আক্রান্ত ওই ব্যক্তি নারায়ণগঞ্জে ব্যবসা করেন। সেখানে তিনি আক্রান্ত হয়ে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঢাকাতেই তার নমুনা পরীক্ষা করা হয়েছিল।

আক্রান্ত ব্যক্তির পরিবার সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে থাকেন জানিয়ে তিনি বলেন, অন্য যে দুইটি বাড়ি লকডাউন করা হয়েছে সেগুলোর মালিক আক্রান্ত ব্যক্তির প্রতিষ্ঠানের কর্মচারী।

“ওই বাড়ির সদস্যদের বিষয়ে আমরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানিয়েছি। নমুনা সংগ্রহসহ যা যা করার তিনি সে ব্যবস্থা নেবেন।”

মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা কোভিড-১৯ আক্রান্তদের সর্বশেষ যে পরিসংখ্যান তুলে ধরেন, সেখানেও চট্টগ্রামের একজন শনাক্ত হওয়ার তথ্য রয়েছে।