বিআইটিআইডির জন্য পুলিশের দুটি বাস

করোনাভাইরাস সঙ্কটের এই সময়ে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের সুবিধার্থে পরিবহন ব্যবস্থা চালু করেছে নগর পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2020, 02:26 PM
Updated : 6 April 2020, 02:26 PM

মঙ্গলবার থেকে বিআইটিআইডিতে কর্মরতরা এই পরিবহন সুবিধা নিতে পারবেন বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিদিন সকাল ৭টা ও বেলা আড়াইটায় শীতাতপ নিয়ন্ত্রিত দুইটি বাস নগরী থেকে ছেড়ে ফৌজদারহাটের বিআইটিআইডিতে যাবে। আবার অফিস শেষে ফিরে আসবে।

সেখানে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা বিনামূল্যে এ পরিবহন সেবা ভোগ করতে পারবেন জানিয়ে আবু বক্কর বলেন, বাস দুটি কোতোয়ালী, আন্দরকিল্লা, চকবাজার, চমেক হাসপাতাল, দুই নম্বর গেইট, জিইসি. টাইগারপাস, আগ্রাবাদ, অলঙ্কার ও কর্নেলহাট হয়ে বিআইটিআইডি’তে যাবে।

বর্তমান সময়ে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় সেবাপ্রার্থীদের সুবিধার্থে তাদের চাহিদা অনুসারে বাড়তি সেবা প্রদান করবে বাসগুলো।

চট্টগ্রামের মারছা ট্রান্সপোর্ট লিমিটেড এতে সহযোগিতা করছেন বলে জানান পুলিশ কর্মকর্তা বক্কর।

চট্টগ্রামে বিআইটিআইডি করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে।