আনোয়ারায় বিকাল ৫টার পর দোকান খোলা রাখা যাবে না

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের মধ্যেও মানুষের ঘোরাঘুরি ঠেকাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মুদির দোকান, কাঁচা বাজার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বিকাল ৫টার পর বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2020, 02:59 PM
Updated : 4 April 2020, 03:00 PM

শনিবার এক গণবিজ্ঞপ্তি জারি করে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন এলাকায় দোকানপাট, সভা-সমাবেশ ও ভিড় বন্ধ থাকলেও অযথা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জটলা এড়ানো এবং করোনার সংক্রমণ রোধে সোশাল ডিসটেনসিং মানার জন্য এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।”

ইউএনও বলেন, মুদির দোকান, নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ও বাজারসহ সব কিছু বিকাল ৫টার পর খোলা রাখা যাবে না। তবে ওষুধের দোকান এ নির্দেশনার আওতার বাইরে থাকবে।