চট্টগ্রামে অযথা ঘোরাঘুরির জন্য ১১ জনকে জরিমানা

নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে দেশ যখন লকড ডাউন, তখন চট্টগ্রাম নগরীতে অযথা ঘোরাঘুরি করায় ১১ জনকে মোট ২০ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2020, 04:42 PM
Updated : 3 April 2020, 04:42 PM

শুক্রবার নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১০টি দল এ অভিযান চালায়। এতে সেনাবাহিনী ও পুলিশ সহায়তা করে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কঠোরভাবে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে অযথা ঘরের বাইরে ঘুরাঘুরি নিয়ন্ত্রণে এবং ব্যক্তিগত গাড়ি ও মোটরবাইক নিয়ে চলাচল নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়।

“মোবাইল কোর্টে মোট ১১টি মামলায় যারা সরকারি আদেশ ও আইন ভঙ্গ করেছেন তাদের সামর্থ্য বিবেচনায় রেখে মোট ২০ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।”

নগরীর খুলশী, চান্দগাঁও, বায়েজিদ, পাঁচলাইশ, চকবাজার, পাহাড়তলি, আকবর শাহ, পতেঙ্গা, লালখান বাজার মোড়, জিইসি মোড়, বন্দর এলাকা, হালিশহর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেরা সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালান।

এমনকি অলিগলিতেও আড্ডাবাজি থামাতে অভিযান হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।