ফৌজদারহাটের বিআইটিআইডিতে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজের (বিআইটিআইডি) করোনা আইসোলেশান ওয়ার্ডে ভর্তি এক রোগী মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2020, 05:16 PM
Updated : 31 March 2020, 07:10 PM

মঙ্গলবার রাত ৮টার দিকে ওই নারী রোগীর মৃত্যু ঘটে বলে জানিয়েছেন বিআইটিআইডির পরিচালক ডা এম এ হাসান চৌধুরী।

ওই নারীর বয়স ৫৫ থেকে ৬০ এর মধ্যে।

ডা. হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগ থেকে আজ (মঙ্গলবার) সকালে বিআইটিআইডিতে পাঠানো হয়।

“ওই রোগীর জ্বর বা কাশির কোনো লক্ষণ ছিল না। সামান্য শ্বাসকষ্ট ছিল। এছাড়া তিনি ডায়বেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।”

দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দা ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি কোভিড-১৯ রোগী ছিলেন কি না, তা জানতে বুধবার নমুনা পরীক্ষা করা হবে।

ঢাকার বাইরে যে ১০টি স্থানে এখন করোনাভাইরাসের পরীক্ষা চলছে, তার মধ্যে বিআইটিআইডি একটি।

মঙ্গলবার পর্যন্ত এখানে মোট ৩৩ জনের নমুনা পরীক্ষা হলেও তাদের কারও মধ্যেই নভেল করোনাভাইরাস পাওয়া যায়নি।