হাটহাজারীতে চায়ের দোকানে টিভি না রাখার নির্দেশনা

নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার পদক্ষেপে চট্টগ্রামের হাটহাজারীতে বিভিন্ন চায়ের দোকানের টেলিভিশন ইউনিয়ন পরিষদের জিম্মায় নেওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2020, 11:26 AM
Updated : 31 March 2020, 11:26 AM

হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মঙ্গলবার এ নির্দেশ জারি করেন।

দেশে নভেল করোনাভাইরাসের মহামারী ঠেকাতে সরকার টানা ছুটি ঘোষণা করে সবাইকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নে মাঠ প্রশাসনের কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন।

ইউএনও রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকলকে বাড়ি থাকার নির্দেশ দেওয়া হলেও লোকজন পাড়ার চায়ের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমাচ্ছে।”

মঙ্গলবার ছিপাতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চিত্র দেখে তিনটি দোকানের টেলিভিশন স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় দেন ইউএনও।

দোকানে ভিড়ের জন্য টেলিভিশনকে দায়ী করে তিনি বলেন, “দোকানে বসে কেউ টিভিতে নাটক-সিনেমা দেখছে, আবার কেউ কেউ সংবাদ দেখার ছলে আড্ডা জমাচ্ছে।”

তাই সরকারের নির্দেশনা বাস্তবায়নে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার বিভিন্ন চায়ের দোকানের টেলিভিশন স্ব-স্ব ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে ইউএনও জানান।