চট্টগ্রামে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামে এক গৃহবধূ ও তার শিশুকন্যার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় স্বামীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2020, 07:43 AM
Updated : 31 March 2020, 07:43 AM

বোয়ালখালী থানার ওসি আব্দুল করিম জানান, এক দিন আগের ওই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হওয়ার পর মো. সেলিম নামের ওই ব্যক্তিকে তারা গ্রেপ্তার দেখান।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার হাজীরহাটে একটি বাসা থেকে সোমবার বিকালে ২৭ বছর বয়সী শারমিন আক্তার ও তার আট মাস বয়েসী মেয়ে তাসলিমার লাশ উদ্ধার করা হয়।

গলায় শাড়ি পেঁচানো অবস্থায় তাদের লাশ ফ্যানের আঙটা থেকে ঝুলছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

ওসি আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শারমিনের ছোট বোন রেহেনা আক্তার বাদী থানায় একটি মামলা করেন, সেখানে সেলিমের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।

নোয়াখালীর কবির হাটের মেয়ে শারমিন টেম্পো চালক মো. সেলিমের তৃতীয় স্ত্রী। বছর দুয়েক আগে তাদের বিয়ে হয়।

সেলিম বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডীতে থাকলেও শারমিনকে হাজিরহাটের ওই ভাড়া বাসায় রাখতেন।

শারমিনেরও আগে একবার বিয়ে হয়েছিল। সেই ঘরে তার ছয় বছর বয়েসী একটি সন্তান আছে।