বিআইটিআইডিতে টেস্ট কিট পৌঁছে দিলেন নওফেল

চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজ (বিআইটিআইডি) এ সাড়ে আটশ টেস্ট কিট পৌঁছে দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2020, 02:37 PM
Updated : 30 March 2020, 03:01 PM

সোমবার তিনি বিআইটিআইডিতে গিয়ে এসব টেস্ট কিট দিয়ে আসেন।

বিআইটিআইডির পরিচালক এম এ হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় সাড়ে আটশ টেস্ট কিট নিয়ে এসেছিলেন শিক্ষা উপমন্ত্রী।

“শুরুতে স্ক্রিনিং কিট ব্যবহার করে পরীক্ষা করে যদি পজিটিভ আসে, তাহলে চূড়ান্তভাবে করোনাভাইরাস শনাক্তকরণে পরীক্ষা করা হবে।”

মহিবুল হাসান চৌধুরী বলেন, “৮০০ টেস্ট কিট স্বাস্থ্য অধিদপ্তরের। লকডাউনের কারণে এগুলো পৌঁছাতে দেরি হত। তাই আমি ব্যক্তিগত গাড়িতে করে নিয়ে এসেছি।”

এছাড়া উপমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে ৫০টি র‌্যাপিড ডায়গনেস্টিক টেস্ট কিট দিয়েছেন জানিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “এই কিট ব্যবহার করে নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ হলে আর কনফেরমেশন টেস্ট করাতে হবে না।”

আরও ৫ জনের রক্ত পরীক্ষা

চট্টগ্রামে পাঁচদিনে ২৭ জনের রক্তের নমুনা পরীক্ষা করে কারও দেহে নভেল করোনাভাইরাসের সংক্রমণ মেলেনি।

সোমবার বিআইটিআইডির ল্যাব ইনচার্জ ডা. শাকিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় আরও পাঁচজনের নমুনা পরীক্ষা হয়েছে। তাদের সবগুলোই নেগেটিভ এসেছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রাম জেলায় তাদের হিসেবে থাকা তালিকাভুক্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা কমে ৯৩৮জন হযেছে।

এছাড়া চট্টগ্রামের হাসপাতালগুলোর আইসোলেশন ওয়ার্ডে কোন রোগী এখনো নেই বলে জানান তিনি।