হোম কোয়ারেন্টিন পরিদর্শনে চট্টগ্রামের ডিসি, দরিদ্ররা পেল খাদ্য

হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে নগরীর খুলশী এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। পাশাপাশি নিম্ন আয়ের ২৮০টি পরিবারকে খাদ্যসামগ্রীও দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2020, 01:48 PM
Updated : 29 March 2020, 01:48 PM

রোববার দুপুরে খুলশী এলাকায় হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসী বাংলাদেশি ও বিদেশি নাগরিকদের খোঁজ নিতে যান জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

চট্টগ্রাম জেলায় মোট ৯৪৭ জন হোম কোয়ারেন্টিনে আছেন, যাদের মধ্যে ৭০ জন খুলশী এলাকায় বলে জানিয়েছে জেলা প্রশাসন।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক হোমা কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের খবর নেওয়ার পাশাপাশি যাদের কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে তাদেরও জনস্বাস্থ্য সুরক্ষায় ঘরে থাকার পরামর্শ দেন।

এসময় তার সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তা, সেনা ও পুলিশ সদস্যরা ছিলেন।

নগরীতে জনসমাগম কমাতে ও মানুষের চলাচল সীমিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এসময় আহ্বান জানান জেলা প্রশাসক।

হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে তা নিশ্চত করারও নির্দেশ দেন তিনি।

এরপর নগরীর আগ্রাবাদ মুহুরীপাড়া এলাকায় ২৮০টি দরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী দেন জেলা প্রশাসক।

প্রত্যেকটি পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি চিড়া, এক কেজি করে ডাল লবণ ও চিনি, এক লিটার সয়াবিন তেল এবং আধা কেজি করে নুডুলস দেওয়া হয়।