চট্টগ্রামে আরও ৬ জনকে পরীক্ষা, এবারও মেলেনি কোভিড-১৯ রোগী

বন্দর নগরী চট্টগ্রামে সন্দেহভাজন মোট ২২ জনকে পরীক্ষা করে কারও দেহেই নভেল করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2020, 01:40 PM
Updated : 29 March 2020, 01:40 PM

ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজের (বিআইটিআইডি)  ল্যাব ইনচার্জ ডা. শাকিল আহমেদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

বাংলাদেশে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ঢাকায় আইইডিসিআরের বাইরে আরও যে স্থানে এখন সন্দেহভাজন কোভিড-১৯ রোগীর নমুনা পরীক্ষা হচ্ছে, তার মধ্যে চট্টগ্রামের বিআইটিআইডি একটি।

শাকিল বলেন, গত ২৪ ঘণ্টায় তারা আরও ছয়জনের নমুনা পরীক্ষা করেছেন। এতে কারও মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি।

দেশে এই পর্যন্ত ৮৪ জনের দেহে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে।