করোনাভাইরাস: চট্টগ্রামে পৌঁছেছে কিট, নমুনা সংগ্রহ শুরু

করোনাভাইরাস শনাক্তের কিট চট্টগ্রামে পৌঁছানোর পর নমুনা সংগ্রহ শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2020, 10:34 AM
Updated : 25 March 2020, 10:34 AM

বুধবার দুপুরে ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস- বিআইটিআইডিতে কিট পৌঁছানোর কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক এম এ হাসান চৌধুরী।

“দুপুরের পর থেকে করোনাভাইরাস সাসপেক্টদের নমুনা সংগ্রহ করে পরীক্ষাও শুরু হয়েছে।”

ফৌজদারহাটের প্রতিষ্ঠানটি করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে পুরোপুরি প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন, “আমাদের আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত। ইতিমধ্যে একজন রোগী ভর্তি আছেন।

করোনাভাইরাসের সম্ভাব্য লক্ষণযুক্তরা বিআইটিআইডিতে গিয়ে পরীক্ষা করাতে পারবেন।

এদিকে চট্টগ্রামে বিদেশফেরত আটজনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া।

“বর্তমানে বিদেশফেরত মোট ৯৬৫ জন হোম কোয়ারেন্টিনে আছেন। তাদের ওপর নজরদারি রয়েছে।”