চট্টগ্রামে ৮৫৭ জন হোম কোয়ারেন্টিনে

করোনাভাইরাসের সতর্কতা হিসেবে চট্টগ্রাম জেলায় হোম কোয়ারেন্টিনে থাকা লোকজনের সংখ্যা এখন ৮৫৭ জন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2020, 02:26 PM
Updated : 21 March 2020, 02:26 PM

শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

“এখন পর্যন্ত চট্টগ্রামে বিদেশ থেকে যাত্রীদের আসা থেমে নেই। চট্টগ্রাম মহানগর ও জেলায় এ পর্যন্ত ৮৫৭ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।”

এর মধ্যে শুধু শনিবারই বিদেশ থেকে আসা ২৩৭ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।

চট্টগ্রামে আইসোলেশন ওয়ার্ডে এখনও কোনো রোগী ভর্তি নেই বলে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে।

সিভিল সার্জন জানান, রোববার ঢাকা থেকে করোনাভাইরাস পরীক্ষার কিট চট্টগ্রামে পাঠানো হবে। ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) এ পরীক্ষা করা হবে।