চট্টগ্রামে দুই কাউন্সিলর প্রার্থীর দ্বন্দ্বে একজন খুন

চট্টগ্রামে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের দ্বন্দ্বে একজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2020, 06:56 PM
Updated : 19 March 2020, 02:49 PM

বুধবার রাতে পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলীল সরাইপাড়া লোহার পুল এলাকায় খুনের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. তানভীর (৪৫) বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোর্শেদ আক্তার চৌধুরীর সমর্থক।

নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) ফারুক উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক পক্ষের হামলায় একজন নিহত হয়েছে। তবে কী কারণে, কেন এ ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা করছি।

এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।

এদিকে নিহত তানভীরকে নিজের সমর্থক দাবি করে কাউন্সিলর মোর্শেদ চৌধুরী এ হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. ইসমাইলের সমর্থকদের দায়ী করেছেন।

মোর্শেদ বলেন, “আমার বাসার সামনে তৈরি করা আমার নির্বাচনী কার্যালয়ে তানভীরসহ কয়েকজন বসে কথা বলছিল। এসময় কার্যালয়ে প্রবেশ করে তানভীরকে এলোপাথারি ছুরিকাঘাত করে খুন করা হয়।

“এই হামলায় সোহেল, নেছার, দীপন, শাহীন, আক্তার নামে বেশ কয়েকজন অংশ নিয়েছিল এবং তারা সবাই কাউন্সিলর প্রার্থী মো. ইসমাইলের সমর্থক।”

অভিযোগের বিষয়ে ইসমাইলের সঙ্গে কথা বলতে তার মোবাইলে একাধিক বার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

আগামী ২৯ মার্চ অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলের সমর্থন ছাড়াই প্রার্থী হয়েছেন ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর মোর্শেদ চৌধুরী। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল পেয়েছেন দলের সমর্থন।