করোনাভাইরাস নিয়ে গুজব: চট্টগ্রামে আরেকজন গ্রেপ্তার

নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে চট্টগ্রামে আক্রান্ত হওয়ার ভুয়া খবর ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2020, 07:08 PM
Updated : 17 March 2020, 07:08 PM

মঙ্গলবার রাতে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এনিয়ে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রামে মোট দুই জন গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তার কামরুল হাসান রুমি (৩৯) পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তার বাড়ি, থাকেন নগরীর হালিশহর জি ব্লকে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (অপারেশনস) এএসপি মাশকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রুমি গত রোববার বিকালে তার ফেইসবুক মেসেঞ্জারের মাধ্যমে একটি ভিডিও ছড়াত, যাতে বলেন যে চট্টগ্রামে চার স্কুল শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত। সবাইকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে বাসায় মজুদ রাখার কথাও জানিয়েছিলেন তিনি।

“তার এ ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে অনেকে আতঙ্কিতও হয়ে পড়ে,” বলেন র‌্যাব কর্মকর্তা মাশকুর।

খবরটি শুনে রুমিকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

এর আগে গত ১৩ মার্চ বোয়ালখালী উপজেলায় কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে গ্রেপ্তার হন সাতকানিয়া পৌরসভার এক উপ-সহকারী প্রকৌশলী।