এজেন্টদের ভোটকেন্দ্রে আসতে হবে নিজ দায়িত্বে: সিইসি

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এজেন্টদের ‘নিজ দায়িত্বে’ কেন্দ্রে আসতে বললেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2020, 06:47 AM
Updated : 14 March 2020, 10:10 AM

এজেন্টদের নিরাপত্তা দিতে বিএনপির বারবার আহ্বানের প্রেক্ষাপটে শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে সিসিসি নির্বাচন বিষয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

নূরুল হুদা বলেন, “নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেন, তাদের প্রত্যেকের একজন করে বিশ্বস্ত ব্যক্তি পোলিং এজেন্ট থাকেন। নির্বাচন সুষ্ঠু হবার জন্য এজেন্ট দরকার। বিভিন্ন সময়ে যে অভিযোগগুলো দেখেছি অধিকাংশ এজেন্ট কেন্দ্রে আসেনি।”

তিনি কেন্দ্রে এজেন্ট পাঠাতে প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “এজেন্টদের নিজ দায়িত্বে কেন্দ্রে আসতে হবে।”

তবে কেন্দ্রে অবস্থানরত এজেন্টদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেন তিনি।

“এজেন্টদের কেন্দ্রে (আসার পর) নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।”

এজেন্টরা অভিযোগ করেছেন, এমন অভিযোগ গত কয়েক বছরে নেই বলে দাবি করেন সিইসি।

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। কেন্দ্রে এসে যাকে ইচ্ছা তাকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান সিইসি।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে চট্টগ্রাম জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত আছেন সভায়।