‘করোনাভাইরাস নিয়ে গুজব’: চট্টগ্রামে পৌর কর্মকর্তা আটক

নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রামে একজনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2020, 03:58 PM
Updated : 13 March 2020, 03:58 PM
গ্রেপ্তার আবু বক্কর মো. রেজা (৩৩) সাতকানিয়া পৌরসভার অধীনে বিদ্যুৎ সহকারী হিসেবে কর্মরত। তিনি উপ-সহকারী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে আছেন।

শুক্রবার সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার পৌর সদর গোমদণ্ডী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বোয়ালখালীতে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত’ হয়েছে বলে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে রেজা গুজব ছড়িয়েছেন বলে তাকে বোয়ালখালী থেকে আটক করা হয়েছে।

“Engr Abm Reza Reza নামে নিজের ফেইসবুক আইডি থেকে রেজা শুক্রবার দুপুরে ‘চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত’ একটি পোস্ট করেন। পরে সেটি অবারা মুছে ফেলেন তিনি।

এদিকে ফেইসবুক পোস্টটি দেখে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে ৭ নম্বর চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম জানান।