চট্টগ্রামে মেয়র পদে প্রার্থী ৯, কাউন্সিলর পদে ২৭৮

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নয়জন এবং ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2020, 03:40 PM
Updated : 27 Feb 2020, 03:40 PM

বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় শেষে এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

তিনি বলেন, মেয়র পদে নয়জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২২০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

১ মার্চ প্রার্থী, তাদের প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাই করা হবে।

এক প্রশ্নের জবাবে মো. হাসানুজ্জামান বলেন, “প্রার্থীরা আচরণবিধি মেনে যেন প্রচারণা চালানোর সমান সুযোগ পায়, সেটা আমরা দেখব। নির্ভয়ে যাতে প্রচারণা চালাতে পারে, সে বিষয়ে আমরা কাজ করব।”

মেয়র পদে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন ছয়জন। তারা হলেন- আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির শাহাদাত হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, স্বতন্ত্র খোকন চৌধুরী ও মোহাম্মদ তানজির আবেদীন।

এর আগে বুধবার মেয়র পদে মনোনয়ন জমা দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন।

মেয়র পদে মোট ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

এদিকে সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিললের ১৪টি পদে মোট ৬১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন, জমা দেন ৫৮ জন।

৪১টি সাধারণ ওয়ার্ডে মোট ৪৪১ জন মনোনয়ন ফরম নিয়েছিলেন।

সাধারণ ওয়ার্ডের মধ্যে ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডে সর্বোচ্চ ১২ জন এবং ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডে সর্বনিম্ন দুই জন প্রার্থী হয়েছেন বলে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন।

সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদের মধ্যে ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রতিটিতে সর্বোচ্চ ছয় জন করে প্রার্থী হয়েছেন।