পাহাড় কাটায় চবি কর্তৃপক্ষকে নোটিস

অভিযোগ পেয়ে সরেজমিন পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুমতি ছাড়া পাহাড় কাটার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2020, 03:33 PM
Updated : 26 Feb 2020, 03:33 PM

অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তারা পরিদর্শন শেষে পাহাড় ও টিলা কাটার প্রমাণ মেলার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বুধবার কারণ দর্শানোর নোটিসও দিয়েছে।

অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জমির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন মাধ্যমে সংবাদ পেয়ে তারা গত সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সরেজমিন পরিদর্শন করেন।

“ক্যাম্পাসের বায়োলজিকাল সায়েন্স এলাকার পেছনে বিভিন্ন জায়গায় অনুমোদন ছাড়া পাহাড় ও টিলা কাটার প্রমাণ পেয়েছি। এছাড়া ওইসব এলাকায় বিপুল পরিমাণ গাছ কাটার বিষয়টিও আমাদের চোখে পড়েছে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগামী ৯ মার্চ পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে শুনানিতে হাজির হতে বলা হয়েছে বলে জানান জমির উদ্দিন।

অনুমোদন ছাড়া পাহাড় কাটা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

২০০৭ সালের ১০ জুলাই পরিবেশ ও বন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে সব ধরনের পাহাড় কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করে।