চট্টগ্রামে জমির বিরোধে প্রতিবেশীর হামলার মধ্যে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের হালিশহরে জমির বিরোধে ‘প্রতিবেশীদের হামলার’ মধ্যে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2020, 08:59 AM
Updated : 26 Feb 2020, 08:59 AM

মহানগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) ফারুক উল হক জানান, বুধবার সকালে উত্তর হালিশহরের আচার্য্য পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত অরুণ কুমার শীলের বয়স ৭০ বছর। জমি নিয়ে প্রতিবেশী সাধন কুমার শীলের পরিবারের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে স্থানীয়দের ভাষ্য।

সকালে ওই হামলার পর ঘটনাস্থল থেকে সাধন এবং যীশু শীল ও দীপন শীল নামে আরও দুজনকে পুলিশ আটক করেছে। 

পুলিশ উপ-কমিশনার ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দুই পরিবারের মধ্যে জমি নিয়ে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার এক মামলায় সাধনদের বিপক্ষে আদালতে অভিযোগ গঠন হয়।

“এর জের ধরে আজ সকালে অরুণ শীলের বাড়িতে হামলা করে প্রতিপক্ষের লোকজন। তাদের লাঠির আঘাতেই অরুণ নিহত হয়েছেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।” 

ঘটনাস্থল ঘুরে আসা হালিশহর থানার একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দুই পরিবারের মধ্যে আত্মীয়তাও রয়েছে। অরুণ দীর্ঘদিন ধরে ক্যান্সার, ডায়বেটিস ও যক্ষ্মায় ভুগছিলেন। তার শরীরে প্রাথমিকভাবে আঘাতের বড় কোনো চিহ্নও দেখা যায়নি।

“পরিবারের সদস্যরা হামলার কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করলেও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আমরা নিশ্চিত করে বলতে পারব।”