চট্টগ্রামের সাবেক মেয়র মনজুরের পারিবারিক শিপইয়ার্ডকে জরিমানা

পরিবেশ ছাড়পত্রের শর্তভঙ্গের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে একটি শিপইয়ার্ডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2020, 03:16 PM
Updated : 17 Feb 2020, 03:16 PM

সোমবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোয়াজ্জম হোসাইন শুনানি শেষে অবস্থিত গোল্ডেন আয়রন ওয়ার্কস নামের শিপিইয়ার্ডকে জরিমানা করেন।

গোল্ডেন আয়রন ওয়ার্কস চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমদের পারিবারিক শিল্পগ্রুপ মোস্তফা হাকিমের অঙ্গপ্রতিষ্ঠান।তিনি এই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), তার বড় ভাই আবু তাহের চেয়ারম্যান।

মোয়াজ্জম পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইয়ার্ডটি সম্প্রতি পরিদর্শনে গিয়ে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং পরিবেশ দূষণের প্রমাণ মেলে। পরবর্তীতে তাদের শুনানিতে হাজির হতে নির্দেশ দেয়া হয়।